টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এলজিইডির পিইডিপি-৪ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির খবর সম্প্রচারিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) দ্রুত তদন্ত শুরু করে। বুধবার (১৯ নভেম্বর) দিনব্যাপী জেলা অফিসের সহকারী পরিচালক নুর আলম বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং কাজের অসঙ্গতি শনাক্ত করেন। এর আগে, ১৪ নভেম্বর দেশটিভিতে ‘টাঙ্গাইলের শিক্ষা অবকাঠামো নির্মাণের নামে অনিয়ম ও অগ্রিম বিলের কারবার’ শিরোনামে একটি প্রতিবেদন সম্প্রচারিত হয়, যার ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। জেলা দুদকের সহকারী পরিচালক নুর আলম বলেন, ‘দেশটিভির খবর প্রকাশের পর প্রকল্পের কাজগুলোতে অনুসন্ধান চালানো হয়। প্রাথমিক পর্যায়ে অনিয়ম ও অসঙ্গতি ধরা পড়েছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং বিস্তারিত তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।’