গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পরকীয়ার অভিযোগে শিক্ষক এসএম কামরুল হাবিব সুমন (৫২) এবং এক শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সকালে তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। জানা গেছে, এসএম কামরুল হাবিব সুমন জামালপুরের মজিদিয়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং অভিযুক্ত শিক্ষিকা কামারপাড়া ইউনিয়নের নুরপুর (ফকিরপাড়া) গ্রামের বাসিন্দা। এ ছাড়া তিনি উপজেলার পশ্চিশ কেশালীডাঙ্গা কেএন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষিকার স্বামী কুড়িগ্রামে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে থাকাকালে ওই শিক্ষিকার সঙ্গে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় সুমন মিয়া প্রায়ই ওই শিক্ষিকার বাড়িতে যাতায়াত করতেন। এক পর্যায়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে সুমন মিয়া গোপনে ওই শিক্ষিকার বাড়িতে প্রবেশ করেন। খবর পেয়ে স্থানীয়রা তাদের দুজনকে এক রুমে আটক করে। পরে ঘটনাস্থলে উপস্থিত হন ইউনিয়ন চেয়ারম্যান, সদস্য ও গ্রামপুলিশরা। এরপর বুধবার সকালে থানার পুলিশ পরকীয়ার অভিযোগে শিক্ষক ও শিক্ষিকাকে গ্রেপ্তার করে। শিক্ষিকার দাবি, তিন বছর আগে তার স্বামী থেকে বিচ্ছেদ হয়েছে। এরপর থেকে আলাদা বাড়িতে বসবাস করছেন তিনি। ভাই সম্পর্কের সুবাদে সুমন মিয়া তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। তার সঙ্গে কোনো অবৈধ সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি। কামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ আর এম মাহফুজার রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, গ্রেপ্তারকৃত ওই শিক্ষক ও শিক্ষিকাকে আজ বিকাল আড়াইটার দিকে আদালতে পাঠানো হয়েছে।