, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আলিম মিয়া (৩৮) নামের এক প্রতিবন্ধী পথচারী মৃত্যুবরণ করেছেন। একই সঙ্গে আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়া এলাকার এই দুর্ঘটনা ঘটে। নিহত আলিম মিয়া একই উপজেলার সাপমারা ইউনিয়নের সিনটাজুরী রামপুরা গ্রামের মৃত দুলা মণ্ডলের পুত্র। আহতরা হলেন- খলিল মিয়া (৩০), রানা (৩৫) এবং উজ্জল মিয়া (৪৫)। এর মধ্যে খলিলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, তিনজন দ্রুতগতিতে একটি মোটরসাইকেলে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পান্থাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। পথচারী আলিম মিয়াকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর পড়ে যান। তখন পেছন থেকে একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলিমের মৃত্যু হয়। পরে আশেপাশের লোকজন আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় একজনকে রাতেই বগুড়া হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফার হোসেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা চলমান রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩

আপডেট সময় ১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আলিম মিয়া (৩৮) নামের এক প্রতিবন্ধী পথচারী মৃত্যুবরণ করেছেন। একই সঙ্গে আরও তিনজন আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়া এলাকার এই দুর্ঘটনা ঘটে। নিহত আলিম মিয়া একই উপজেলার সাপমারা ইউনিয়নের সিনটাজুরী রামপুরা গ্রামের মৃত দুলা মণ্ডলের পুত্র। আহতরা হলেন- খলিল মিয়া (৩০), রানা (৩৫) এবং উজ্জল মিয়া (৪৫)। এর মধ্যে খলিলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, তিনজন দ্রুতগতিতে একটি মোটরসাইকেলে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পান্থাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। পথচারী আলিম মিয়াকে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর পড়ে যান। তখন পেছন থেকে একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলিমের মৃত্যু হয়। পরে আশেপাশের লোকজন আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় একজনকে রাতেই বগুড়া হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফার হোসেন। তিনি বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা চলমান রয়েছে।


প্রিন্ট