নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট-সদর আংশিক) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল করেছে দলের এক অংশ। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কবিরহাট বাজারে বিএনপির নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভকারীরা বিএনপির নির্বাচিত প্রার্থী ফখরুল ইসলামের পরিবর্তে বজলুল করিম চৌধুরী আবেদকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে ‘বয়কট, বয়কট—ফখরুল ইসলাম বয়কট’, ‘মনোনয়ন পরিবর্তন চাই’ সহ নানা স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের সময় কাফনের কাপড় পরা আবেদপন্থী নেতা-কর্মীরা কবিরহাট কলেজের সামনে জড়ো হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন স্থানে ঘুরে শেষে কবিরহাটের জিরো পয়েন্টে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরাফাতুর রহমান হাসান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশারসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। মিছিলে অংশ নেওয়া বিএনপি সমর্থকরা বলেন, মানুষ বিএনপির সঙ্গে থাকতে চায়, তবে নেতৃত্বে পরিবর্তনও চায়। ফখরুল ইসলাম জামায়াতের প্রোডাক্ট। আমরা বিএনপির প্রকৃত নেতাকর্মী চাই। এস আলমের দোসরদের আমরা চাই না। তিনি ব্যাংকখাতকে বিপর্যস্ত করেছেন। আমাদের আসনের প্রার্থী পরিবর্তন করতে হবে। এ বিষয়ে বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, আমি ৩৯ বছর ধরে দলের কর্মী। দুই বছর ধরে এলাকায় কাজ করছি। স্থানীয় নেতাকর্মীরা আমাকে চায়—এটাই আমার সফলতা। তারা ভালোবাসা থেকে মিছিল করেছে। দলের চূড়ান্ত সিদ্ধান্তই শেষ কথা। অন্যদিকে, বিএনপির ঘোষিত প্রার্থী ফখরুল ইসলাম অভিযোগ প্রত্যাখ্যান করে বললেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। অনিয়ম বা জামায়াতের সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছাড়ব। জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষেধ করেছে। তারা দীর্ঘদিন ধরে শৃঙ্খলা ভঙ্গ করে আসছেন।