আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে জয়পুরহাটে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সভার আয়োজন করে জয়পুরহাট -১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যার আগে শহরের তাজুর মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেসুর রহমান। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এমএ ওয়াহাব, পৌর বিএনপির সভাপতি আমিনুল রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা মহিলা দলের সভাপতি পারভিন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় ধানের শীষের বিজয়ে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তা গুরুত্ব দিয়ে বলা হয়।