খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
বিএনপি নেতা গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ
- আপডেট সময় ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
ওয়ার্ড বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ শেখ সাদীকে গ্রেপ্তার করার প্রতিবাদে ময়মনসিংহ-ফুলবাড়িয়া রাস্তায় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া বাজারে সাদীর সমর্থকরা এই অবরোধ কর্মসূচি পালন করেন। গ্রেপ্তারকৃত সুলতান মাহমুদ শেখ সাদী সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক। এ সময় রাস্তার দু দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের চলাচলে অসুবিধা দেখা দেয়। স্থানীয় ইকবাল হাসান বলেন, সকালে সুলতান মাহমুদ শেখ সাদীর মুক্তির জন্য বিএনপির স্থানীয় নেতাকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এর ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহনের লম্বা সারি তৈরি হয়। বিক্ষোভকারী শফিকুল ইসলাম বলেন, “অযৌক্তিকভাবে” সাদীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দ্রুত শর্ত মুক্তি না দিলে আন্দোলন আরো জোরদার হবে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সুলতান মাহমুদকে জুয়া ও মাদকের সঙ্গে যোগসাজশের অভিযোগে মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। প্রয়োজন হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট















