খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
হুড়োহুড়ি করে নামতে গিয়ে গাজীপুরে ৩০ শ্রমিক আহত
- আপডেট সময় ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
গাজীপুরসহ সারাদেশে ভূকম্পন অনুভূত হয়েছে। এসময় একটি কারখানায় শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ৩০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাটি ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ভূমিকম্পের সময় উঁচু ভবন দুলতে শুরু করলে ঘর, দফতর, শিল্পপ্রতিষ্ঠান, দোকানপাট থেকে মানুষ দ্রুত খোলা স্থানে ছুটে যায়। এই পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। জানা যায়, কিছু секунд স্থায়ী এই ভূকম্পনে গাজীপুর মহানগরীর টঙ্গী, জয়দেবপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ ও কাপাসিয়া জুড়ে হঠাৎ মোবাইল নেটওয়ার্কের চাপ বেড়ে যায়। কলড্রপ ও নেটওয়ার্ক অস্থিরতার পাশাপাশি কোনাবাড়ী, বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা, কড্ডা ও সালনা সহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। হাসপাতাল, স্কুল ও শিল্পপ্রতিষ্ঠানগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়নি। অনেক প্রতিষ্ঠান নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য কার্যক্রম বন্ধ রাখে। বেশ কিছু কারখানায় দুলুনি অনুভূত হতেই শ্রমিকরা ভয় পেয়ে নিচে নেমে আসে। সাইরেন বাজিয়ে শ্রমিকদের নিরাপদ স্থানে দাঁড় করানো হয়। ইটাহাটা এলাকায় স্থানীয় কোস্ট টু কোস্ট কারখানায় ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৩০ শ্রমিক আহত হন। তাদের প্রথমিক চিকিৎসা দেয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপক আকরাম হোসেন বলেন, পরিস্থিতি দেখে কারখানা শুক্রবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের টিম মাঠে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত। গাজীপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, গাজীপুরে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কিছু শ্রমিক হুড়োহুড়ি করে নামার সময় আহত হয়েছেন। জেলা প্রশাসনের টিম বিভিন্ন এলাকা পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সামগ্রিক পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে।
প্রিন্ট















