পাবনা সদর উপজেলার রাজাপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জীবন হোসেন (২২) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার সময় দোগাছী ইউনিয়নের রাজাপুর কেলিকো কটন মিলের পাশে এই হামলা সংঘটিত হয়। নিহত জীবন দোগাছী ইউনিয়নের রাজাপুর গ্রামের সুজনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বহু দিন ধরে চলমান শত্রুতার কারণে ওই রাতে জীবন হঠাৎ হামলার শিকার হন। হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে।