পটুয়াখালীর কলাপাড়ায় গাছের ডাল ছাঁটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হ্রদয় হাওলাদার নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার ১০ নম্বর বালিয়াতলী ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হ্রদয় ওই এলাকার দুলাল হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১১টার দিকে হ্রদয় গাছের ডাল কাটছিলেন। অজান্তে কাটা ডালটি নৈকট্যস্থ বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। এর ফলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ওপরই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা রশি দিয়ে তাকে নিচে নামিয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার ওসি মো. জুয়েল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।