খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
প্রশাসনে ‘দোসর’ চিহ্নিত না হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: রহমাতুল্লাহ
- আপডেট সময় ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের থেকে দলীয় প্রভাবমুক্ত কর্মকর্তাদের চিহ্নিত করে অপসারণের প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শনিবার (২২ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর চকের পোল এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন। রহমাতুল্লাহ বলেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে হলে নিরপেক্ষ প্রশাসন অপরিহার্য। জনগণ একটি মুক্ত, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক ভোটাধিকার প্রত্যাশা করছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার ভালো নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ পদে নিয়োগপ্রাপ্ত বেশ কিছু কর্মকর্তার পরিচিতি পক্ষপাতদুষ্ট হিসেবে রয়েছে। তিনি বলেন, এসব বিষয় গণমাধ্যমে প্রকাশ পেলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো কার্যক্রম নেওয়া হয়নি, যা খুবই উদ্বেগজনক। তাঁর মতে, ভবিষ্যতের জাতীয় নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ করতে হলে প্রশাসনে থাকা ‘ফ্যাসিবাদী শক্তি’ ও দলীয় দোসরদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। বিএনপির প্রার্থী ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনমুখী হয়েছে উল্লেখ করে রহমাতুল্লাহ বলেন, দেশ পরিবর্তনের জন্য প্রস্তুত, তবে একটি বিশেষ মহল নানা কৌশলে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, দেশের জনগণ জাতীয় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রকে স্থিতিশীল ও গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ। বিএনপি ক্ষমতায় গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার ভিত্তিতে অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলা হবে। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক তারিক সুলায়মান ও মিলন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু এবং মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বলসহ আরও অনেকে।
প্রিন্ট















