, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

সংসদ নির্বাচন হবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন আছে: রুমিন ফারহানা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ১৪ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে অনুষ্ঠিত জনসভা শেষে তিনি এ কথা বলেন। রুমিন ফারহানা উল্লেখ করেন, নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই ভয়-ভীতির একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তাদের নানা দাবি-দাওয়া তুলে ধরছে। কেউ বলছে, নিম্নকক্ষে পিআর না হলে নির্বাচন হবে না, কেউ বলছে, নির্বাচনের আগে গণভোট না হলে তারা ভোট দেবে না আবার কেউ বলছে, জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ না করলে নির্বাচন হবে না। এই পরিস্থিতিতে একটি অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে। তিনি আরও জানান, স্বাধীনতার ৫৩ বছর পরেও যারা সরকারে না থেকেও সরকারি সুবিধা ভোগ করছেন, তারা অনেকেই সেই সুবিধা ছাড়তে রাজি নয়। ফলে মানুষের মনে প্রশ্ন জেগে উঠেছে। মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কি না, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিগত ১৭ বছর তিনি নির্যাতিত ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। সব সময় দল ও দলের নেতাকর্মীদের সঙ্গে ছিলেন। তাই তাদের সিদ্ধান্তই হবে তার সিদ্ধান্ত। তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে তার রাজনীতি কোন পথে এগোবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনগুলো এই জনসভার আয়োজন করে। পানিশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফা মেম্বার, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক নাসির মুন্সি প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

সংসদ নির্বাচন হবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন আছে: রুমিন ফারহানা

আপডেট সময় ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা মাঠে অনুষ্ঠিত জনসভা শেষে তিনি এ কথা বলেন। রুমিন ফারহানা উল্লেখ করেন, নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই ভয়-ভীতির একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তাদের নানা দাবি-দাওয়া তুলে ধরছে। কেউ বলছে, নিম্নকক্ষে পিআর না হলে নির্বাচন হবে না, কেউ বলছে, নির্বাচনের আগে গণভোট না হলে তারা ভোট দেবে না আবার কেউ বলছে, জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ না করলে নির্বাচন হবে না। এই পরিস্থিতিতে একটি অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে। তিনি আরও জানান, স্বাধীনতার ৫৩ বছর পরেও যারা সরকারে না থেকেও সরকারি সুবিধা ভোগ করছেন, তারা অনেকেই সেই সুবিধা ছাড়তে রাজি নয়। ফলে মানুষের মনে প্রশ্ন জেগে উঠেছে। মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কি না, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিগত ১৭ বছর তিনি নির্যাতিত ও দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। সব সময় দল ও দলের নেতাকর্মীদের সঙ্গে ছিলেন। তাই তাদের সিদ্ধান্তই হবে তার সিদ্ধান্ত। তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে তার রাজনীতি কোন পথে এগোবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পানিশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনগুলো এই জনসভার আয়োজন করে। পানিশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফা মেম্বার, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক নাসির মুন্সি প্রমুখ।


প্রিন্ট