খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
ধানের শীষের বিজয় মানেই নারীর ক্ষমতায়ন: সেলিমা রহমান
- আপডেট সময় ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, নারীর ক্ষমতায়নের ভিত্তি রচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মেয়েদের জন্য উপবৃত্তি চালু করে শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার ৩১ দফা কর্মসূচিতে নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেছেন। শনিবার (২২ নভেম্বর) বিকেলে বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ‘সমাজে নারী ও শিশুদের অগ্রাধিকার’ শীর্ষক নারী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরাম। অনুষ্ঠানে পরিচালনা করেন বগুড়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। বক্তব্যে সেলিমা রহমান বলেন, নারীদের অংশগ্রহণ ছাড়া কোনো দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে সচল হতে পারে না। বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের জন্য চালু করা হবে ‘ফ্যামিলি কার্ড’, যার মাধ্যমে ন্যায্য দামে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা সম্ভব হবে সাধারণ মানুষের জন্য। তিনি জানিয়ে দেন, দেশের শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ ও আঞ্চলিক উন্নয়নে বিএনপি ইতিমধ্যে স্পষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানে নারীর ক্ষমতায়ন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন এবং দেশের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি বহন করে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। এ সময় বগুড়া-৪ আসনের বিএনপি প্রার্থী মোশারফ হোসেন অতিথিদের সঙ্গে নিয়ে ধানের শীষের প্রতীক উন্মোচন করেন এবং সবাইকে ভোটদানে অনুরোধ জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জেলা মহিলা দলের সভাপতি শাহজাদী, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এনামুল হক সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রিন্ট















