খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
মাকে না জানিয়েই ভূমিকম্পে নিহত রাফিউলের দাফন সম্পন্ন
- আপডেট সময় ০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
ঢাকার শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে বগুড়ার মেডিকেল শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফির (২২) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বাদ যোহর বগুড়া শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন। বাদ আসর বগুড়া নামজগড় আঞ্জুমান ই গোরস্থানে রাফির দাফন সম্পন্ন হয়। জানাজার সময় রাফির বাবা ওসমান গনি বলেন, রাফির মা এখনও হাসপাতালে। তাকে ঢাকা থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আনা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। এখনও তাকে রাফির মৃত্যুর খবর দেওয়া হয়নি। এ কারণেই জানাজার পর একটু সময় নিবো। হয়তো বাদ আসর তার দাফন সম্পন্ন করবো। ওর মাকে কিভাবে জানাবো, তা এখনো বুঝতে পারছি না। ডাক্তার বলেছেন, তাকে ৭২ ঘণ্টা কোনো চাপ দেওয়া যাবে না। আসরের সময় তার মাকে জানাতে অপেক্ষা করছিলাম। কিন্তু রাফির মায়ের জ্ঞান না ফেরায় তার কাছ থেকে খবর না জানিয়ে দাফন করতে হয়েছে। সকলেই আমার ছেলের জন্য দোয়া করবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন। নিহত রাফি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২ ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। এর আগে, তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া থেকে এসএসসি ও বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। তার বাড়ি বগুড়া শহরের খান্দার এলাকায় মিশন হাসপাতালের পাশে ‘রমিছা ভিলা’-তে। দুই ভাইবোনের মধ্যে রাফি ছিল ছোট। বড় বোন রাইসা বর্তমানে অনার্স শেষ বর্ষের ছাত্র। রাফির বাবা সরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ। ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রথম জানাজা শেষে শনিবার সকাল সাড়ে ১১টায় তার মরদেহ বগুড়ায় আনা হয়। অন্যদিকে, ভূমিকম্পের সময় তার সঙ্গে থাকা রাফির মা ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বগুড়ায় এনে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যরা জানান, দুপুর ১২টার মধ্যে তাদের জানানো হয়নি রাফির মৃত্যুর খবর। শুক্রবার দুপুরে মায়ের সঙ্গে মাংস কিনতে বের হলে ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রাফি নিহত হয়। তার মৃত্যুতে পরিবার, সহপাঠী ও পরিচিতজনের মাঝে গভীর শোক ছড়িয়ে পড়েছে।
প্রিন্ট















