মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাকিব মোল্লা (১৫) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু রবিন (১৫) গুরুতর আহত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে শিকারমঙ্গল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব উত্তর রমজানপুর গ্রামের সাহাবুদ্দিন মোল্লার ছেলে এবং রমজানপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আহত রবিন একই গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে। স্থানীয়রা জানায়, বিকেলে তারা দুইজন মোটরসাইকেলে করে কালকিনির দিকে যাচ্ছিল। পথে শিকারমঙ্গল এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা ‘সার্বিক পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাকিবের মৃত্যু নিশ্চিত করেন। আহত রবিনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। নিহতের চাচা আলাউল মোল্লা বলেন, ছোট সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে। কালকিনি–সাহেবরামপুর সড়কে বাস চলাচল বন্ধের জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।