, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

ব্রাহ্মণবাড়িয়ায় জায়গা নিয়ে সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ১৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হলো। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আরফোজ আলী, স্থানীয় মৃত ফুল মিয়ার ছেলে। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ফারুক মিয়াকে রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় একটি জমি কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দানা মিয়া গোষ্ঠী ও শিপন গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ১৫ নভেম্বর থেকে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। তারই অংশ হিসেবে রোববার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দানা মিয়া গোষ্ঠীর আরফোজ আলী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, সংঘর্ষে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


প্রিন্ট
ট্যাগস

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় জায়গা নিয়ে সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হলো। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি আরফোজ আলী, স্থানীয় মৃত ফুল মিয়ার ছেলে। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ফারুক মিয়াকে রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় একটি জমি কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দানা মিয়া গোষ্ঠী ও শিপন গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ১৫ নভেম্বর থেকে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। তারই অংশ হিসেবে রোববার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দানা মিয়া গোষ্ঠীর আরফোজ আলী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, সংঘর্ষে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


প্রিন্ট