সিলেটের কানাইঘাটের লোভাছড়া সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক জামাল উদ্দিন (৪৫) নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) রাতের ঘটনায় বাংলাদেশ অংশে এই ঘটনা ঘটে। কাজের খোঁজে শনিবার ভোরে বাড়ি থেকে বের হন জামাল উদ্দিন, কিন্তু তিনি আর বাড়ি ফিরেননি। পরে বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ দেখতে পায়। কানাইঘাট থানার ওসি জানান, শনিবার রাতের সময় লোভাছড়া সীমান্তে একজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে লাশটি উদ্ধার করে ভোর ৪টায় থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য সকালেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।