নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়কের নির্মাণ কাজের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফেটে পড়েছে। এর ফলে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকার গ্যাস সেবা বন্ধ হয়ে গেছে। গত শনিবার (২২ নভেম্বর) বিকেল থেকে মুন্সীগঞ্জের বিভিন্ন গ্রামে বাসাবাড়িতে আবাসিক গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে বিপদে পড়েছেন মানিকপুর, বাগমামুদালীপাড়া, খালইষ্ট, মালপাড়া, জমিদারপাড়া, মধ্য কোটগাঁও, গণকপাড়া এবং শহরতলির বেশ কয়েকটি গ্রামের গৃহিণীরা। এ বিষয়ে মুন্সীগঞ্জের তিতাস গ্যাসের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম জানান, শনিবার বিকেলে পঞ্চবটি এলাকায় গ্যাসলাইনটিতে একটি ছিদ্র হয়ে যায়। যেহেতু এটি দুর্ঘটনা, তাই আগে কোনো নোটিশ দেওয়া সম্ভব হয়নি। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ আঞ্চলিক বিপণন বিভাগের উপপ্রধান মামুনুর রশীদ জানান, ১২ ইঞ্চির পাইপলাইনটি ফেটে গেছে। এটি গর্তের গভীরে অবস্থিত। মাটি কাটার পরই মেরামত কাজ শুরু হবে। তিনি আরো বলেন, শনিবার থেকে মেরামত কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ ছিল। রোববার সকালে সাময়িকভাবে হালকা চাপের মধ্যে গ্যাস সরবরাহ শুরু হয়েছে, তবে আমরা এখনও পুরোপুরি মেরামত শেষ করতে পারিনি।