দেশের উত্তরাঞ্চলের সর্বোচ্চ জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ সোমবার ভোর ৯টায় তাপমাত্রা নেমে এসেছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। গতকাল রোববারও এই জেলার তাপমাত্রা ছিল ১২ ডিগ্রির কাছাকাছি। উত্তরের হিমেল হাওয়া ও তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বেশি হচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন, সন্ধ্যার পর থেকেই শীত বাড়তে শুরু করে। সারারাত কুয়াশা ঘন হয় চারপাশে। ভোরের সূর্য উঠলে সেই কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যায়। দিনে সূর্যের প্রখরতা বেশি থাকে। অন্যদিকে, শীতের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, হাঁপানি ও সর্দি-কাশির রোগী বেশি দেখা যাচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিস বলছে, হিমালয়ের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলে শীত দ্রুত প্রবেশ করে দীর্ঘ সময় স্থায়ী হয়। আগামী দুই-এক দিনে তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। তবে দিনের বেলায় সূর্যের আলো স্বাভাবিক থাকবে। তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানিয়েছেন, আজ সকাল ৯টায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিশেষ করে হিমালয় অঞ্চলের কাছাকাছি হওয়ার কারণে এখানে অন্য এলাকাগুলোর তুলনায় শীত বেশি পড়ছে।