, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

মধ্যরাতে পুলিশের আতঙ্কে আসামির মৃত্যু

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

ফেনীর ফুলগাজী উপজেলায় পুলিশি অভিযান চলাকালে আতঙ্কে অসুস্থ হয়ে নুর হোসেন বাবু (৫৪) নামে এক আসামির মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নুর হোসেন বাবু একই এলাকার মৃত মীর হোসেনের ছেলে। তিনি দুই পুত্র ও এক কন্যার পিতা এবং দীর্ঘ সময় ধরে সৌদি আরবে ছিলেন প্রবাসী। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে স্থানীয় শহীদ নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় বাবু ছিলেন ২ নম্বর আসামি। রাত দেড়টার দিকে ফুলগাজী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাড়িতে গেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। খবরে জানানো হয়, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত জরুরি। তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ আসে, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

মধ্যরাতে পুলিশের আতঙ্কে আসামির মৃত্যু

আপডেট সময় ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

ফেনীর ফুলগাজী উপজেলায় পুলিশি অভিযান চলাকালে আতঙ্কে অসুস্থ হয়ে নুর হোসেন বাবু (৫৪) নামে এক আসামির মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার দরবারপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নুর হোসেন বাবু একই এলাকার মৃত মীর হোসেনের ছেলে। তিনি দুই পুত্র ও এক কন্যার পিতা এবং দীর্ঘ সময় ধরে সৌদি আরবে ছিলেন প্রবাসী। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে স্থানীয় শহীদ নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় বাবু ছিলেন ২ নম্বর আসামি। রাত দেড়টার দিকে ফুলগাজী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করতে বাড়িতে গেলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। খবরে জানানো হয়, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলামসহ বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত জরুরি। তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ আসে, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রিন্ট