পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ একটি আর্টিসানাল ট্রলিং জাহাজ এবং প্রায় দুই লাখ টাকার বেহুন্দী জালসহ পাঁচ জেলেকে গ্রেফতার করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের আন্দারমানিক স্টেশন। সোমবার রাত একটার দিকে এই অভিযান সম্পন্ন হয়, যেখানে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সূত্রের ভিত্তিতে লালুয়ার চান্দুপাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধ ট্রলিং জাহাজটি জব্দ করা হয় এবং সেখানে থাকা বেহুন্দী জালসহ পাঁচ জেলেকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। পরে জব্দকৃত ট্রলিং জাহাজ থেকে সব ধরনের ট্রলিং সরঞ্জাম সরানো হয়। আটক জেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় কোস্টগার্ড। লেফটেন্যান্ট বিএন সিয়াম-উল-হক আরও বলেন, দেশের মাছের সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে।