সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পুকুরের জলে ডুবে দু’জন কন্যাশিশুর মৃত্যু ঘটেছে। কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার নামাজগড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- ওই গ্রামের রামপ্রসাদ দেবনাথ ও অপর্ণা দেবনাথ দম্পতির কন্যা সুস্মিতা দেবনাথ এবং উত্তম দাস ও ভারতি দাসের মেয়ে রিয়া দাস। তারা প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের সূত্রে পুলিশ বলেছে, দুই শিশু দুপুরে একসঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিল। কিছুক্ষণ পরও তারা দেখা না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে শুরু করে। পুকুরে খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ওসি মিজানুর বলেন, পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ায় পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে, এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।