ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার কার্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে লাশটি পাওয়া যায়। নিহত মর্জিনা বেগম দেবগ্রাম গ্রামের বাসিন্দা ইসমাইল মিয়ার স্ত্রী। তিনি পৌর এলাকায় সড়ক বাজারের পাশে ওই ভবনের পাশে সবজি বিক্রি করতেন। পুলিশ জানায়, পরিত্যক্ত কক্ষে মেঝেতে ওই নারীর দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায়, তার গলায় পড়নের কাপড় পেঁচানো ছিল। প্রথমে মনে করা হয় এটা হত্যা, তবে এই ঘটনাটি কিসের জন্য এবং কারা ঘটিয়েছেন, তা এখনো নিশ্চিত করা যায়নি। আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কিভাবে কি ঘটেছে, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।