স্বৈরাচারবিরোধী জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতা রাশেদ খান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২৫ নভেম্বর মঙ্গলবার রাজধানীর মুক্তিভবনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন সম্পর্কিত দপ্তর থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এই সময় উপস্থিত ছিলেন পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। রাশেদ খান বলেন, ‘গণঅভ্যুত্থানের মূল ভাবনাকে ধারণ করে নির্যাতিত ও জনগণের কণ্ঠস্বরকে সংসদে তুলে ধরতেই আমি নির্বাচনে অংশ নিতে চাই।’ তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনের রসায়ন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যবিপ্রবি সংসদের আহ্বায়ক ছিলেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে তিনি যশোরের রাস্তায় জেলার সমন্বয়ক ও সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার আহ্বায়ক হন। স্থানীয়রা বলছেন, তরুণ ছাত্রনেতা হিসেবে রাশেদের জনপ্রিয়তা ব্যাপক। পাশাপাশি, রাশেদ খানের এই সিদ্ধান্ত যশোর-৩ আসনে নতুন রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করেছে। সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, ‘আগামী নির্বাচন তরুণ নেতৃত্বের গুরুত্ব বৃদ্ধি পাবে সিপিবিতে। তরুণদের সামনে এগিয়ে যাওয়ার এই সময়টাকে তারা কাজে লাগাতে চান।’ যশোর সদর আসনে অন্য দলের প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। এই নির্বাচনী প্রচারণায় এবার ‘কাস্তে’ প্রতীকে অংশ নিচ্ছেন রাশেদ খান। উল্লেখ্য, যশোর-৩ আসন থেকে ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে অনিন্দ্য ইসলাম অমিত এবং জামায়াতে ইসলামী থেকে আব্দুল কাদের।