বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পের কারণে কক্সবাজারের টেকনাফ শহর কেঁপে উঠে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ৩টা ২৯ মিনিটে টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ৪ মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূকম্পন সম্পর্কিত ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, টেকনাফে খুবই ক্ষীণ ঝাঁকুনি হওয়ার কারণে বেশিরভাগ মানুষ এটি অনুভব করেনি। ভলকানো ডিসকভারি বঙ্গোপসাগরের ভূমিকম্পের উৎসের গভীরতা সম্পর্কে তথ্য দিতে না পারলেও ইএমএসসি বলেছে, এটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে তীব্র অনুভূত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম।