মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লুৎফর রহমানের বাড়িতে চুরি হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোরের সময় মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকায় তার নিজ বাসভবনে এই চুরির ঘটনা ঘটে। লুৎফর রহমান জানিয়েছেন, তিনি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন। বৃহস্পতিবার রাতে শ্বাশুড়ির চিকিৎসার জন্য তারা স্বপরিবারে সাভারের একটি হাসপাতালে ছিলেন। তিনি আরও বলছেন, চোরেরা আলমারি ভেঙে ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ পাঁচ লাখ টাকা নিয়ে গেছে। চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন লুৎফর রহমান।