শরীয়তপুরের বিভিন্ন মসজিদে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভেদরগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদে এক অনুষ্টানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়ানুর উদ্দিন অপু। দোয়া ও মোনাজাতের পর তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আশার আলো ও ভরসার প্রতীক। তার সুস্থতা দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য খুবই জরুরি। আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও এই দোয়া মাহফিলে অংশ নেন। তারা বলেন, দলের প্রধান নেত্রী অসুস্থ থাকায় ভেদরগঞ্জের সাধারণ মানুষও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ইতিমধ্যেই উপজেলার বেশিরভাগ মসজিদে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হচ্ছে, এবং এই প্রক্রিয়া অব্যাহত রাখতে তারা অঙ্গীকারবদ্ধ। দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী ও আসলাম হোসেন মাঝি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদারসহ স্থানীয় নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।