লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের খলিফার দরজা ও কাটাখালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ির শাহজাহানের ছেলে হৃদয় হোসেন (২৫) এবং একই এলাকার মো. শফিকের ছেলে নাজমুল হাসান (২৪)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে হৃদয় ও নাজমুল মোটরসাইকেল নিয়ে কাটাখালি এলাকা থেকে রামগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই হৃদয় মারা যান। অন্যদিকে গুরুতর আহত নাজমুলকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকায় যাওয়ার পথে নাজমুলও মারা যান। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় একজনকে আহত ও একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত যুবককে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। রামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর অটোরিকশা চালক পালিয়ে যায়, তাকে আটক করা সম্ভব হয়নি।