খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা অন্তত ১৯৩
ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন তামিম ইকবাল
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া
মসজিদে বিয়ে ও সমালোচনা নিয়ে মুখ খুললেন শবনম ফারিয়া
দেশে বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
ইসরায়েলি হামলার গাজায় নিহত ৭০ হাজারের বেশি
খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস
শরীয়তপুর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল
- আপডেট সময় ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
শরীয়তপুর-১ (পালং–জাজিরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলামের পরিবর্তন দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসিরউদ্দিন কালুর অনুসারীরা। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এই প্রতিবাদী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সরদার নাসিরউদ্দিন কালুর সমর্থকদের উদ্যোগে তৈরি এই মিছিলটি জেলা প্রশাসকের বাসভবনের সামনে থেকে শুরু করে উত্তর বাজারে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় তিন শতাধিক নেতা–কর্মী। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শরীয়তপুর-১ আসনের জন্য বিএনপি সাঈদ আহমেদ আসলামের নাম ঘোষণা করেছে, যিনি গ্রামের বাড়ি শরীয়তপুর-৩ (ডামুড্যা–গোসাইরহাট) এলাকায় থাকেন, তাই তিনি এই আসনের “বহিরাগত”। অন্যদিকে, তিনবারের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন কালুর মনোনয়ন না দেওয়ায় তারা ক্ষুব্ধ। বিএনপি নেতা সরদার চাঁন মিয়া বলেন, কালু সরদার শরীয়তপুরের একজন প্রবীণ নেতা। তার হাত ধরে জেলার রাজনৈতিক ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে। জেলার উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া মানা যায় না। দ্রুত প্রার্থী পরিবর্তন করে কালু সরদারকে মনোনয়ন দিতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুস সামাদ বেপারী বলেন, এই আসনে অনেক যোগ্য নেতা রয়েছেন, কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে ডামুড্যা থেকে আসা এক বহিরাগত প্রার্থীকে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই আসনে কালু সরদারের বিকল্প কেউ নেই। তাকে মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
প্রিন্ট















