ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নে সাধারণ মানুষের মধ্যে ১৪ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই অনুষ্ঠানে এসব শীতবস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রের কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচির প্রচার অংশ হিসেবে এ উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। এসময় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম উল্লেখ করেন, বিএনপির মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক উদ্যোগ গ্রহণ তারই অংশ।