পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিপক্ষের আঘাতে বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের এলেমপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন, আবদুল বারেক খান (৪৫) এবং তার ছেলে হামিম (২৫)। বর্তমানে তারা কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, গ্রামের ১০০ নং খতিয়ানের প্রায় ৩ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে আবদুল বারেক খান ও আলফাজ গাজীর গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। দুই মাস আগে স্থানীয় সালিশি বৈঠকে উভয় পক্ষকে বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের কার্যক্রম এড়ানোর নির্দেশ দেওয়া হয়। স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার দুপুরে জমির পাশের বিল থেকে ধান কাটা জন্য একটি মেশিন প্রবেশ করানো হয়। কিছু ধান কাটা শেষে, স্থানীয় কয়েকজন কুটা আনতে গেলে হামিমও তাদের সঙ্গে যায়। তখন প্রতিপক্ষের আলফাজ গাজী, নাছিম, বেল্লাল ও আবুল তাকে মারধর করে। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে আবদুল বারেক খানকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা বাবা ও ছেলেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। অভিযোগ অস্বীকার করে আলফাজ গাজী বলেন, সামান্য হাতাহাতি হয়েছে। জমির বিষয়টি স্থানীয় নেতাদের জানিয়েছি। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।