বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এবারের জাতীয় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। রাষ্ট্র, নারী-পুরুষ, হিন্দু-মুসলমান এবং ধনী-গরীবের মধ্যে বিদ্যমান সব ধরনের বৈষম্য দূর করতে হবে। বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকল ধর্মের ও শ্রেণির মানুষের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউটের খেলার মাঠে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সমর্থনে আয়োজিত মহা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন গয়েশ্বর রায়। তিনি আরও বলেন, বর্তমানে দেশে একটি শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, তা হলো ধর্মীয় বিভেদ সৃষ্টি করে শক্তি। এই ধর্মীয় বিভেদ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছে। আওয়ামী লীগ আজ মাঠে নেই, নেতারা পালিয়ে গেছে। এই সুযোগে ধর্মীয় বিভেদ তৈরি হচ্ছে, যা দেশের গণতন্ত্রের জন্য হুমকি। গয়েশ্বর রায় বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি। তিনি বলেন, দেশনেত্রী যদি না থাকেন, তাহলে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও অনিশ্চয়তা দেখা দিতে পারে। সমাবেশে উপস্থিত ছিলেন আলী আজগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধনন্দন চক্রবর্তী, মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও স্থানীয় বিএনপি নেতারা।