শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ভোজেশ্বর ইউনিয়নের উদ্যোগে এক দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ নভেম্বর) সকালে বিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করেন শরীয়তপুর-২ (নড়িয়া–সখিপুর) আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল। এ ক্যাম্পে বিভিন্ন বিভাগে মোট ১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক আধা দিন ধরে রোগীদের সেবা দেন, যার মধ্যে থাকেন চিকিৎসা বিশেষজ্ঞ, সার্জন, অর্থোপেডিক, গাইনী, ডেন্টাল ও শিশুরোগ বিশেষজ্ঞরা। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় দুই হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন। ডা. মাহমুদ হোসেন বলেন, শুধু রোগ নির্ণয় ও চিকিৎসা নয়, সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন রোগের বিষয়ে সচেতনতা বাড়াতে চিকিৎসকরা সরাসরি রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি আরও জানান, গত এক বছরে এই ধরনের উদ্যোগের ফলস্বরূপ ১০ হাজারের বেশি মানুষ বিনামূল্যে সেবা গ্রহণ করেছেন। ভবিষ্যতেও এই কার্যক্রম বড় আকারে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। দিনভর উৎসবমুখর পরিবেশে ক্যাম্পে রোগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ক্যাম্পের সুষ্ঠু পরিচালনায় জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াত নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।