যশোরে যাত্রী বহনকারী বাসের সাথে মোটরসাইকেলের ভয়ঙ্কর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার জগহাটি যশোর-চৌগাছা রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চৌগাছা থেকে যশোর সদর হাসপাতালে রোগী দেখাতে যাওয়ার জন্য দুইজন ব্যক্তি মোটরসাইকেলে আসছিলেন। পথিমধ্যে জোড়া পোল ব্রিজ এলাকায় পৌঁছালে, যশোর থেকে দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে দুইজন রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসটি (ঢাকা মেট্রো ব-১১-৮২৯২) পুলিশ আটক করে। নিহতরা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার হালিশার তাহাজ্জেলের ছেলে ইব্রাহিম ও একই গ্রামের আফিল উদ্দিনের ছেলে সেলিম। হাইওয়ে থানার পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং বাস চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।