খুলনায় মোসা. মিমি খাতুন (২৭) নামে এক নারী পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খালিশপুরের মুজগুন্নী হাইওয়ে পুলিশের খুলনা রিজিওন নারী ব্যারাক থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নারী পুলিশ সদস্য কুষ্টিয়া জেলার মো. নবীন বিশ্বাসের মেয়ে। স্থানীয়রা জানায়, ব্যারাকের নিজের রুমে ফ্যানের সঙ্গে ঝুলছিলেন মিমি। পরে তার দেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাইওয়ে পুলিশের খুলনা রিজিওন সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, নারী পুলিশ সদস্য মিমি খাতুন স্বামীর প্রতি অভিমানে আত্মহত্যা করেছেন। মিমি পছন্দ করে স্বামী ইমরান হোসেনের সঙ্গে বিবাহ বন্ধন করেছিলেন। তবে স্বামীর পরিবার তাদের এই সম্পর্ক মানেনি। মিমি খাতুনের মা-বাবা হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন।