নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় হান্নান খান (৬০) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। শনিবার (২৯ নভেম্বর) ভোরে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে সংঘর্ষের সময় তিনি গুরুতর আহত হন। নিহত হান্নান খান আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের মৃত জরিফ খানের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িখালি গ্রামে এক বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আয়ুব মোল্লা ও মিন্টু খান মধ্যে উত্তেজনা চলছিল। শুক্রবার সকালে ঐ জমি নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ বাঁধে। এতে মিন্টু খানের পক্ষের হান্নান খান, ফারুক ভূঁইয়া, রাজিব ভূঁইয়া ও তবিবর ভূঁইয়া আহত হন। পরে গ্রামবাসী ও স্বজনরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য চারজনকেই খুলনায় পাঠানো হয়। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু খানের পক্ষের হান্নান খান মৃত্যুবরণ করেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) জামিল কবির নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে চেষ্টা চলছে।