দিনাজপুরের বড়পুকুরিয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাত ৮টায় বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার মাদরাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করে পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ জহির উদ্দিন বানিয়া। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করা হয়। মাদরাসার সহকারী পরিচালক মাওলানা মুফতি আব্দুল মতিনের নেতৃত্বে দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, মাদরাসার শিক্ষক ও ছাত্রসহ স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।