দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পরে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) ভোর সাড়ে সাতটায় মৌসুমের প্রথম দিনে শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে এক হাজার একশো পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয় এমভি বার আউলিয়া, কর্ণফুলী ও কিয়ারি সিন্দাবাদ নামে তিনটি জাহাজ। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও ট্যুরিস্ট পুলিশের কঠোর নজরদারিতে টিকিটের অতিরিক্ত যাত্রী এবং প্লাস্টিকের পণ্য বহন নিয়ন্ত্রণ করা হয়েছে। সচেতনতার অংশ হিসেবে প্রথম দিনের জন্য পর্যটকদের অ্যালুমিনিয়াম বোতলে পানি সরবরাহ করা হয় বলে জেলা প্রশাসক এম এ মান্নান জানান। সকালে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম, কক্সবাজার সদরের ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী, ট্যুরিস্ট পুলিশের কক্সবাজারের প্রধান ডিআইজি আপেল মাহমুদসহ সংশ্লিষ্টরা ঘাটে এসে পর্যটকদের শুভেচ্ছা জানিয়ে সরকারি নির্দেশনা তদারকি করেন। এর পাশাপাশি, সরকারি ১২ নির্দেশনা মেনে সোমবার ১ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পরবর্তী দুই মাস সেন্টমার্টিনে পর্যটকদের রাত্রিযাপনের সুবিধা থাকছে। জাহাজের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনের জন্য তিনটি জাহাজের টিকিট আগেই বিক্রি শেষ হয়েছিল এবং এক হাজার একশো পর্যটক দ্বীপে পৌঁছেছেন।