সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপের দিকে রওনা দেওয়া একটি যাত্রীবাহী স্পিডবোট উল্টে গিয়ে নারীর পাশাপাশি শিশুসহ মোট আটজন সাগরে নিখোঁজ হয়েছেন। এই দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু নিশ্চিত হয়েছে। অন্য যাত্রীরা উদ্ধারে সফল হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিন থেকে শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া স্পিডবোটটি শাহপরীর দ্বীপের ঘোলাচর এলাকার কাছাকাছি আসতেই হঠাৎ উল্টে যায়। ঘটনাস্থলে থাকা আটজন সাগরে ডুবে যান। নিহতরা হলেন— সেন্টমার্টিনের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব পাড়ার মাহফুজ রহমানের স্ত্রী মরিয়ম বেগম এবং তার শিশু মায়মা (৪)। পরে উদ্ধারকর্মীরা সবাইকে উদ্ধার করলেও মরিয়ম বেগম ও তার শিশুকে গুরুতর অবস্থায় টেকনাফ হাসপাতালে নেওয়া হলে দুজনই মৃত্যুবরণ করেন। অন্যদের মধ্যে আরও দুজন অসুস্থ হলেও বাকিরা সুস্থ আছেন বলে জানা গেছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, শাহপরীর দ্বীপ ঘোলাচরে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবে মা–মেয়ে দুইজনের মৃত্যু হয়েছে।