ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের পুশ-ইনের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে বন্দী গর্ভবতী ভারতীয় নারী সোনালী খাতুনসহ ছয়জনকে জামিন প্রদান করেছেন আদালত। সোমবার (১ নভেম্বর) শুনানির পর বিচারক তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন। এই খবর নিশ্চয়তা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সুপার মো. সাখাওয়াত হোসেন। এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারা কারাগার থেকে মুক্তি পান। কারা সূত্র জানায়, পুশ-ইনের শিকার হয়ে কারাবন্দী অন্য পাঁচজনেরও জামিন দেওয়া হয়েছে। তবে ৩ ডিসেম্বর আদালতে হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে, ফলে তারা এখনই ভারতে ফিরতে পারবেন না। তারা বর্তমানে পৌর এলাকার এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছেন। অভিযোগ রয়েছে, সোনালী খাতুনসহ ছয়জনকে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই বাংলাদেশে পুশ-ইন করা হয়। তাদের মত, ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করার সময় ২৬ জুন নারী ও শিশুসহ ওই ছয়জনকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে, এরপর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ফিরিয়ে দেয়। এরপর তারা প্রায় দুই মাস চাঁপাইনবাবগঞ্জের আলীনগর এলাকায় অবৈধভাবে বসবাস করে। পরে ২০ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পুলিশ। সোনালীসহ অন্যরা জানান, ভারতের দিল্লি পুলিশ তাদের অমানুষিক নির্যাতনের পর বাংলাদেশে পাঠায়। তারা কারাগারে থাকাকালীন সব সুবিধা ও ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশংসা করে এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায়। পরে তাদের দেশের ফেরত নেওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে, এক দিন পুলিশ হেফাজতে রাখে। কিন্তু পরে আর যোগাযোগ না হওয়ায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।