নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমন খলিফা (৩৫) নামে এক যুবককে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) সকালে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকার সড়কের পাশে তার ক্ষতবিক্ষত লাশ দেখা যায়। নিহত সুমন বরিশালের আগৈলঝড়া গ্রামের মন্টু খলিফার ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার মৌচাকে থাকতেন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় হারুনের পরিত্যক্ত বাড়ির সামনের আধাপাকা রাস্তার পাশে সকালে ক্ষতবিক্ষত অবস্থায় সুমনের দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানিয়েছেন, একজন বাউল শিল্পীর স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যার কারণ জানার জন্য ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য পুলিশ একাধিক টিম কাজ করছে।