চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে আমেরিকার তৈরি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও তিনটি ম্যাগজিনসহ রয়েল হাসান অরণ্য নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর রেহায়চরের টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানার পুলিশ। গ্রেফতার রয়েল হাসান অরণ্য (৩৫) শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মৃত আল মামুনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ। তিনি জানান, গোপন সূত্রের ভিত্তিতে টোলপ্লাজায় চেকপোস্টের সময় শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে আমেরিকার তৈরি বিদেশি পিস্তল, রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিনসহ রয়েল হাসান অরণ্যকে আটক করা হয়। এ বিষয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।