দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ৫নং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শামিম হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার হোসেন মাস্টারসহ ইউনিয়ন বিএনপির সব নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা দেশনেত্রী বেগম খালেদার দ্রুত সুস্থতা কামনা করে তার দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য বিশেষ দোয়া করেন।