নওগাঁয় শুরু হলো মাসব্যাপী শীত বস্ত্র ও শিল্প পণ্য মেলা
বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
কাজের সময় নিয়ে মুখ খুললেন ‘ড্যান্সিং কুইন’ মাধুরী
ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছেন খালেদা জিয়া: রাশেদ খান
খালেদা জিয়ার ‘ডিপ সিচুয়েশন’, সুস্থতা কামনা জামায়াত আমিরের
গাইবান্ধায় কাটাখালী নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসন নীরব
গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান
খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছে চীনা ও ব্রিটিশ বিশেষজ্ঞ দল
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শিবচরে দোয়া মাহফিল
নওগাঁয় শুরু হলো মাসব্যাপী শীত বস্ত্র ও শিল্প পণ্য মেলা
- আপডেট সময় ৫৭ মিনিট আগে
- / ১৩ বার পড়া হয়েছে
প্রবাহ সংসদের আয়োজনে নওগাঁয় মাসব্যাপী শীত বস্ত্র ও শিল্প পণ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকাল ৪টায় মেলার প্রবেশ টিকিট কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রবাহ সংসদের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
হাট নওগাঁ স্কুল মাঠে আয়োজিত এ মেলায় অংশ নিয়েছে মোট ৫০টি স্টল। মেলা চলবে ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাহ সংসদের সভাপতি সাইদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সাম্মু, উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং কার্যকরী কমিটির সদস্যরা। মেলায় সার্বিক সহযোগিতায় রয়েছে নওগাঁ জেলা পুলিশ।
উদ্বোধন শেষে আলহাজ্ব জাহাঙ্গীর আলম মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এসময় তিনি বিক্রেতাদের পণ্যের দাম ও মান বজায় রেখে গ্রাহকদের সেবা দেওয়ার আহ্বান জানান এবং সবাইকে মেলা পরিদর্শনের জন্য অনুরোধ করেন।
প্রবাহ সংসদের সভাপতি সাইদুল ইসলাম টিটু বলেন,শীত মৌসুমে সাধারণ মানুষের প্রয়োজনীয় শীতবস্ত্র ও স্থানীয় শিল্পপণ্যের ন্যায্য বিপণনের সুযোগ তৈরির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও কারিগররা তাঁদের তৈরি পণ্য সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দিতে পারছেন, যা তাদের জন্য একটি বড় সুযোগ।
আমরা আশা করি, মেলায় আগত ব্যবসায়ীরা পণ্যের মান ও ন্যায্যমূল্য বজায় রাখবেন এবং ক্রেতারাও এখানে এসে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের পাশাপাশি আমাদের স্থানীয় শিল্পকে উৎসাহিত করবেন।
প্রিন্ট





















