গাইবান্ধার সাঘাটা উপজেলার এক ধানখেতের ঘটনায় মাদরাসার এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রেমের প্রস্তাব ও অবাঞ্ছিত কু-প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটানো হয় বলে জানা গেছে। এলাকাবাসীর মধ্যে নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কামালেরপাড়া ইউনিয়নের গজারিয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে আব্দুল মাজেদ মিয়া (২২) বেশ কিছুদিন ধরে একই এলাকার মাদরাসার ছাত্রী আরিফা খাতুনকে উসকানি ও কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। আরিফা এতে রাজি না হলে অভিযুক্ত যুবক অপেক্ষায় ছিলেন। ২৮ নভেম্বর রাত ৯টার দিকে, চাকুলী গ্রামে মামার বাড়িতে থাকাকালে আরিফা বাইরে গেলে মাজেদ ওঁত পেতে তাকে মুখ চেপে ধরে পাশের ধানখেতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পরে আরিফা তার পরিবারের কাছে বিষয়টি জানায়। এর পর ২ ডিসেম্বর, ভুক্তভোগীর বাবা আশরাফুল ইসলাম সাঘাটা থানায় আব্দুল মাজেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, মামলার পর থেকে অভিযুক্ত যুবক গোপনে রয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে।