নওগাঁয় শুরু হলো মাসব্যাপী শীত বস্ত্র ও শিল্প পণ্য মেলা
বিপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
কাজের সময় নিয়ে মুখ খুললেন ‘ড্যান্সিং কুইন’ মাধুরী
ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছেন খালেদা জিয়া: রাশেদ খান
খালেদা জিয়ার ‘ডিপ সিচুয়েশন’, সুস্থতা কামনা জামায়াত আমিরের
গাইবান্ধায় কাটাখালী নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসন নীরব
গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনীর প্রধান
খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় আসছে চীনা ও ব্রিটিশ বিশেষজ্ঞ দল
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শিবচরে দোয়া মাহফিল
ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছেন খালেদা জিয়া: রাশেদ খান
- আপডেট সময় এক ঘন্টা আগে
- / ৩ বার পড়া হয়েছে
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট একজন নেত্রী। তিনি দাবি করেন, বেগম খালেদা জিয়াই একমাত্র প্রধানমন্ত্রী যিনি ভারতের আধিপত্যবাদী শক্তির সঙ্গে সরাসরি মুখোমুখি কথা বলেছেন। আমাদের বলিষ্ঠভাবে শেখিয়েছেন কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। রাশেদ খান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হওয়া আবশ্যক। তিনি অভিযোগ করেন, ভারতের আধিপত্যবাদী মহল নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু করেছে। তবে জুলাইয়ে গণঅভ্যুত্থানের জন্য গঠিত পক্ষের রাজনৈতিক দলগুলো এসব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত বলে তিনি জানান। তাঁরেক রহমানের দেশে ফেরার ব্যাপারে প্রশ্নের উত্তরে রাশেদ খান বলেন, আমরা আশা করি, তিনি খুব শিগগির দেশে ফিরে আসবেন। দেশের মানুষও তাঁর ফেরার খবর শুনে উদগ্রীব। বিএনপি ও তাঁরেক রহমান এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। তিনি বলেন, ঐকমত্য কমিশনের কার্যক্রম গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। তাদের এজেন্টের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টাও চলছে বলে তিনি অভিযোগ করেন। রাশেদ খান আরও বলেন, জনগণ এবং রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনের জন্য অপেক্ষায়। আমরা ভোট দিতে চাই। জনগণ তাদের নির্বাচিত সরকারের মাধ্যমে পরিবর্তন দেখতে চায়। নির্বাচনী প্রক্রিয়াই ভবিষ্যতের বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার। এর আগে বৈডাঙ্গা বাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ প্রমুখ।
প্রিন্ট





















