









ঈশ্বরগঞ্জে সমন্বয়কের বাড়ির দেয়ালে ‘মরার জন্য প্রস্তুত হ’ লিখে হত্যার হুমকি

- আপডেট সময় ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ৬৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাইমিনুল ইসলাম শিহাবের বাড়ির দেয়ালে লাল রং দিয়ে ‘মরার জন্য প্রস্তুত হ’ লিখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। দুর্বৃত্তরা গত সোমবার গভীর রাতে এই হুমকি দেয়।
এ ঘটনায় মোহাইমিনুলের পরিবার চরম উদ্বেগে রয়েছে। আজ মঙ্গলবার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে জাতীয় নাগরিক কমিটির স্থানীয় সদস্য আকাশ মিয়াও মুঠোফোনে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন।
মোহাইমিনুল সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ছবি প্রকাশ করে লিখেছেন, তিনি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত এবং কোনো হুমকিতে ভয় পাবেন না। স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানিয়েছেন, হুমকির ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মুঠোফোনে হুমকির বিষয়ে আদালতের অনুমতি চাওয়া হয়েছে।
প্রিন্ট