গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ত্রিমোহিনী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সৈকত (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সৈকত গাইবান্ধা শহরের মাস্টারপাড়া এলাকার আলি আহমেদের ছেলে। পরিবারের সদস্য ও স্বজনরা অভিযোগ করেন, স্থানীয় কয়েকজনের সঙ্গে নানা বিষয় নিয়ে সৈকতের দীর্ঘদিনের মনোমালিন্য চলছিল। এই বিরোধের জেরেই মঙ্গলবার রাতে তাকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর ত্রিমোহিনী এলাকার রাস্তায় এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে তাকে ছুরিকাঘাত করে ফেলে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, সৈকত মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অনেকবার গ্রেপ্তার হয়েছিলেন। সম্প্রতি এক হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়ার পরে তার সঙ্গে কিছু মাদককারবারির বিরোধ শুরু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক রবিউল আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।