ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উদ্যোগে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গতকাল সোমবার দুপুরে বিশেষ অভিযান পরিচালিত হয়। দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা এই অভিযানের নেতৃত্ব দেন তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইবনে মিজান।
অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়, যাঁদের মধ্যে মাদক কারবারি, সক্রিয় ছিনতাইকারী, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিরা রয়েছেন। অভিযানের সময় তাঁদের হেফাজত থেকে মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ডিএমপি আরও জানিয়েছে, রাজধানীর অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।