ভরা মঞ্চে তরুণীর হিজাব টেনে খুলে বিতর্কে বিহারের মুখ্যমন্ত্রী
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৭০ কোটি ডলার
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
হাদিকে গুলি: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার
সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তারে সম্পাদক পরিষদের নিন্দা
পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস আলম
সিইসির সেই বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
কালই বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন, নতুন সিদ্ধান্ত সরকারের
এমপি প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা
গরুর সঙ্গে অটোরিকশার ধাক্কা, ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ
কারাগারে স্লো পয়জনিংয়ের মাধ্যমে খালেদা জিয়াকে হত্যাচেষ্টা করা হয়েছে: খোকন
- আপডেট সময় ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- / ১৫ বার পড়া হয়েছে
ব্রিটিশ শাসনামলের জীর্ণ ও পরিত্যক্ত কারাগারে খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যাচেষ্টা করা হয়েছে বলে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন মন্তব্য করেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদী শিশু একাডেমীতে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে নরসিংদী জেলার জাতীয়তাবাদী ওলামা, যেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়।
খায়রুল কবির খোকন বলেন, খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন। কিন্তু তাকে ব্রিটিশ আমলের জীর্ণ ও পরিত্যক্ত কারাগারে নিয়ে রাখা হয়। সেখানে থাকার কোনো উপযুক্ত পরিবেশ ছিল না, বরং পোকামাকড়ের আশ্রয়স্থল ছিল। সেখানে রেখে তাকে ধীরে ধীরে পয়জনিং করে ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে হত্যার চেষ্টা করা হয়। তাকে ছয় বছর বিনা অপরাধে জেলে রাখা হয়। বিএনপি কোনও প্রতিহিংসার রাজনীতি করে না বলেও তিনি উল্লেখ করেন।
খোকন আরও বলেন, আওয়ামী লীগ বলেছিল— পতনের পর বিএনপির হাতে ১০ লাখ লোক হত্যাকাণ্ডের শিকার হবে, কিন্তু তা হয়নি। এমনকি আওয়ামী লীগের কোনো নেতার বাড়িঘরেও হামলা বা ভাঙচুর করা হয়নি। দলের ভেতরে কিছু হাইব্রিড নেতা ঢুকে চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে, যা থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন— এই দলের চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনও স্থান নেই। কেউ যদি অভিযোগ করে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। কিছু ইসলামিক দল রয়েছে যারা জনগণকে বিভ্রান্ত করে। তারা বলে— ওমুক-তমুক প্রতীকে ভোট না দিলে ঈমান থাকবে না, কোরআন ও সুন্নাহর অনুসরণ থাকবে না। যারা কোরআন ও হাদিসের সঙ্গে থাকেন, তাঁদের সাথে বিএনপিও রয়েছে।
বিএনপি করার অপরাধে দীর্ঘ ১৭ বছর নেতা-কর্মীদের হত্যা-গুমের শিকার হতে হয়েছে, এ বিষয়েও দলটির যুগ্ম মহাসচিব উল্লেখ করেন। গুম হওয়া স্বজনদের আহাজারি কেবল গুম হওয়া পরিবারেরাই বলতে পারে। পরিবার জানে না তাদের লাশ কোথায়, কোথায় গিয়ে তারা দোয়া করবে। ইমাম ও আলেমদের গ্রেপ্তার করে ওযুর পানি পর্যন্ত দেওয়া হয়নি। শাপলা চত্বরে নৃশংস গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ।
এ সময় উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী ওলামা দল নরসিংদী জেলা শাখার আহ্বায়ক রবিউল আলম, জেলার ধর্ম বিষয়ক সম্পাদক নোমান আহমেদ, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্লা, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ।
প্রিন্ট


























