, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
সংবাদের বিষয়ে কিছু জানাতে ইমেইল করুন [email protected] ঠিকানায়

সীমান্তে ভারতীয় নারীর মরদেহ দেখার সুযোগ পেল বাংলাদেশি স্বজনরা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ৩০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে ভারতীয় এক বৃদ্ধ নারীর মরদেহ দেখতে পেরেছেন বাংলাদেশের স্বজনরা। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে, যেখানে মহানন্দা ৫৯ বিজিবি সদস্যরা মরদেহ দেখার সুযোগ করে দেন। এ বিষয়ে নিশ্চিত করেছেন মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, বৃহস্পতিবার রাতে মালদাহ জেলার কালিয়াচক থানার দুইছতরবিঘি গ্রামের কসিমুদ্দিনের বৃদ্ধ স্ত্রী ফনি বেগম মারা যান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বসবাসকারী ফনির ভাই, বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের আতাউর রহমান, মরদেহ শেষবার দেখার জন্য বিজিবির কাছে আবেদন করেন। তাদের আবেদন মেনে বিজিবি বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেখার ব্যবস্থা করে। এরপর আজ শুক্রবার সকালে ২০ মিনিটের জন্য মরদেহটি কিরণগঞ্জ বিওপির সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর শূন্য লাইনে আনা হয়। সেখানে বাংলাদেশের স্বজনরা মরদেহ দেখে অশ্রুসিক্ত হয়ে শেষ বিদায় জানান। এ সময় উপস্থিত সবাই আবেগপ্রবণ হয়ে পড়েন। গোলাম কিবরিয়া আরও বলেন, বিজিবি সবসময় মানবিক কাজের জন্য সহানুভূতিশীল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

সীমান্তে ভারতীয় নারীর মরদেহ দেখার সুযোগ পেল বাংলাদেশি স্বজনরা

আপডেট সময় ১২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিজিবি ও বিএসএফের মানবিক উদ্যোগে ভারতীয় এক বৃদ্ধ নারীর মরদেহ দেখতে পেরেছেন বাংলাদেশের স্বজনরা। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে, যেখানে মহানন্দা ৫৯ বিজিবি সদস্যরা মরদেহ দেখার সুযোগ করে দেন। এ বিষয়ে নিশ্চিত করেছেন মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, বৃহস্পতিবার রাতে মালদাহ জেলার কালিয়াচক থানার দুইছতরবিঘি গ্রামের কসিমুদ্দিনের বৃদ্ধ স্ত্রী ফনি বেগম মারা যান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বসবাসকারী ফনির ভাই, বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের আতাউর রহমান, মরদেহ শেষবার দেখার জন্য বিজিবির কাছে আবেদন করেন। তাদের আবেদন মেনে বিজিবি বিএসএফ ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেখার ব্যবস্থা করে। এরপর আজ শুক্রবার সকালে ২০ মিনিটের জন্য মরদেহটি কিরণগঞ্জ বিওপির সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর শূন্য লাইনে আনা হয়। সেখানে বাংলাদেশের স্বজনরা মরদেহ দেখে অশ্রুসিক্ত হয়ে শেষ বিদায় জানান। এ সময় উপস্থিত সবাই আবেগপ্রবণ হয়ে পড়েন। গোলাম কিবরিয়া আরও বলেন, বিজিবি সবসময় মানবিক কাজের জন্য সহানুভূতিশীল।


প্রিন্ট